এস এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স্মারক প্রদান ও কিছু শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী। অনুষ্ঠিত হয় খোকসা কলেজ অডিটোরিয়াম এ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ মোস্তাফিজ রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর কুষ্টিয়া ৪ আসনের খোকসা কুমারখালি ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে এমপি পদপ্রার্থী জনাব আলহাজ্ব আনোয়ার খান।
আরও উপস্থিত ছিলেন খোকসার ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ ও খোকসা থেকে (A+) প্রাপ্ত ৯৩ জন তরুণ মেধাবী শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজ রহমান তার বক্তব্য বলেন যে দেশে সবাই অনেক কিছু হতে চাইলেও কেউ শিক্ষক হতে চায়না যেখানে শিক্ষকদের মান সবার উপরে,আমাদের দেশের ভালো কোনো গবেষনাগার নাই যে কেউ গবেষক হতে চাইবে। এতো কিছুর পরও তোমাদের মেধাবী শিক্ষার্থীরা চাইলেও সব প্রতিকূলতাকে দূরে ঠেলে দিয়ে এগিয়ে যেতে পারো অসীম পর্যায়ে,মান উঁচু করতে পারতো বাংলাদেশ এর আমাদের প্রাণের খোকসা ফেসবুক গ্রুপ ও আলোকিত খোকসা গ্রুপ থেকে প্রতিনিধিত্ব করে মো: সামিউল ইসলাম ও ইফতেখার মাসরুর গালিব। খোকসা নিয়ে তাদের সামনের পরিকল্পনা নিয়ে সামান্য কিছু বিষয় ও শিক্ষার মান বাড়ানোর জন্য আরও সচেষ্ট হওয়ার অনুরোধ জানান সামিউল ইসলাম ও ইফতেখার মাসুরুর গালিব।
সামিউল ইসলাম তার বক্তব্য বলেন আমরা যেটা ঘুমিয়ে স্বপ্ন দেখি সেই টা আসল স্বপ্ন না, আমরা জীবন নিয়ে যে স্বপ্ন দেখি এবং যেটা আমাদের ঘুমাতে দেয়না সেটাই হলো আসল স্বপ্ন । তা ছাড়াও আরো কিছু দিক নির্দেশনা দেন
পরে শিক্ষার্থীদের সংগঠন খোকসা ক্রিয়েটিভ একাডেমী ওস স্বপ্নসিড়ি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পর্কে বক্তব্য দেন। শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় ও যেকোনো প্রয়োজনে জানাতে বলেন।
অনুষ্ঠান শেষে, খোকসা ব্লাড ডোনার্স সোসাইটি কতৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সকল হাইস্কুলে ও মাদ্রাসায় করা হবে জানিয়ে দেওয়া হয়।অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের সাথে সকল আমন্ত্রিত অতিথিদের ছবি তোলা হয়।