বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার দারিয়াপুরে বিএনপির “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবির” লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ নভেম্বর-২০২৫ বিকেল ৫টার দিকে দারিয়াপুর বাজারে বিএনপির “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবির” লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী গণসংযোগকালে মাসুদ অরুন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের ঘোষিত কর্মসূচি সম্পর্কে অবহিত করেছেন।
নির্বাচনী জনসংযোগে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, মেহেরপুর পৌর যুবদলের সদস্য সচিব আহমেদ রনি,মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজি-সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

