মেহেরপুর জেলা জামায়াতে ইসলামী’র আমির ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজউদ্দিন খাঁনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়, শনিবার ১ নভেম্বর-২০২৫ বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন।
নির্বাচনী গণসংযোগকালে মাওলানা তাজউদ্দিন খাঁন স্থানীয় জনগণ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন।
নির্বাচনী জনসংযোগে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার আমির সোহেল রানা,মেহেরপুর সদর উপজেলার সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাব্বারুল ইসলাম, মেহেরপুর শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল হোসেন, আমঝুপি ইউনিয়ন আমির মহসিন আলী, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমির মিয়ারুল ইসলাম,পিরোজপুর ইউনিয়ন সেক্রেটারি জমিরুল ইসলাম-সহ পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

