Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সম্পন্ন: শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবের আমেজ।

মোঃ আব্দুর রহমান হেলাল ভোলা প্রতিনিধি:-
অক্টোবর ৩১, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে অনুপ্রেরণা যোগাতে ভোলায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের জনপ্রিয় মাসিক পত্রিকা কিশোরকণ্ঠ আয়োজিত “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী অংশ নেয় এবারের পরীক্ষায়। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলো ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভিড়ে মুখরিত। পুরো আয়োজনটি এক উৎসবের আবহ তৈরি করে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি শ্রেণি থেকে তিনটি ক্যাটাগরিতে ১৭ জন করে মোট ১১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেওয়া হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক, সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আয়োজকদের একজন বলেন,
“প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা এখন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশের একটি আন্দোলন।”

তারিখ: ৩১ অক্টোবর ২০২৫