শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে অনুপ্রেরণা যোগাতে ভোলায় অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের জনপ্রিয় মাসিক পত্রিকা কিশোরকণ্ঠ আয়োজিত “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী অংশ নেয় এবারের পরীক্ষায়। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলো ছিল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভিড়ে মুখরিত। পুরো আয়োজনটি এক উৎসবের আবহ তৈরি করে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতি শ্রেণি থেকে তিনটি ক্যাটাগরিতে ১৭ জন করে মোট ১১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেওয়া হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক, সাংবাদিক এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

আয়োজকদের একজন বলেন,
“প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা এখন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশের একটি আন্দোলন।”
তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
—

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                