খুলনা মহানগরীর সদর থানার ২৯,৩০ ও ৩১ ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা শনিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। রুপসা ব্রীজ সংলগ্ন কর্মী সভা খুলনা সদর থানার আহবায়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব রায়হান বিন কামালের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড,শফিকুল আলম মনা,উদ্বোধন হিসেবে উপস্থিতি ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ,প্রধান বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তি, বিশেষ বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মুনতাসীর আল মামুন,
এসময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন
মোঃ এবাদুল ইসলাম,ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জনি,আফসার মাষ্টার,
সাধারণ সম্পাদক আমিন আহমেদ, আতিকুর রহমান বিশ্বাস রুবেল,নাঈম হাচান হাসিব,
তসলিম রেজা তামিমসহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসম ২৯.৩০ ও ৩১ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে নামের তালিকা গ্রহন করা হয়। সদর থানা কমিটির সদস্য সচিব সাংবাদিকদের জানান,কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।

