Crime News tv 24
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নগরীর পলাশপুরে স্বামী রেখে ৪ সন্তানের জননীর অন্যত্র বিয়ে।স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার স্বামী।

নিজস্ব প্রতিবেদকঃ-
নভেম্বর ২, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল নগরীর পলাশপুরে স্বামী রেখে ৪ সন্তানের জননীর অন্যত্র বিয়ের অভিযোগ।স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার স্বামী।গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টায় মোহাম্মদপুর এলাকার জাহিদ ডাক্তারের দোকানের সামনে বসে এ হামলার ঘটনা ঘটে।এতে রানা হাং (৪০) নামের এক ভাঙ্গারি ব্যবসায়ী গুরুতর আহত হয়।আহত রানা হাং পলাশপুর এলাকার মৃত আব্দুর রহমান হাওলাদার এর ছেলে।

পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।আহতসুত্রে জানা গেছে,আহত রানার স্ত্রী ৪ সন্তানের জননী রুক্সী  বেগম চর কাউয়া এলাকার খালেক মিয়ার ছেলে আরিফ ওরফে সমিতি আরিফের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে এবং মেয়ে চাঁদনী ও জামাই হাবিব এর কাছ থেকে স্ট্যাম্পে সই নিয়ে রানাকে ডিভোর্স দেয়।

রানার মেয়ে চাঁদনী জানায়, তার ভাই একটি মামলায় কারাগারে রয়েছে তার মার রুক্সি বেগম তার ভাইকে ছারানোর কথা বলে একটি কাগজে চাঁদনী ও তার স্বামী হাবিবকে দিয়ে সই নেই।এবং সেই কাগজটিকে পরবর্তীতে ডিভোর্সের কাগজ বলে প্রকাশ করে।রানার মেয়ে চাঁদনী আরো জানায়, তার মা তাকে মিথ্যা বলে ওই কাগজের সই নেয়। তারা পড়াশুনা জানেনা বিধায় তার মা প্রতারণার মাধ্যমে মিথ্যে ভাবে সই করায়।

এদিকে রানা তার স্ত্রীকে হারিয়ে পাগল প্রায়।তাই স্ত্রীকে দেখে আবার তার সংসারে যাবে কিনা জিজ্ঞাসা করলে স্ত্রীর স্বামী আরিফ তাকে মারধর করে।এতে রানা গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে  আহত রানা শেবাচিমে সার্জারি ওয়ার্ডে  চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।