Crime News tv 24
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
নভেম্বর ১, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪ তম
জাতীয় সমবায় দিবস। দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’। শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে সমবায় অফিসের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের কোর্ট মোড় ঘুরে শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,“দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সমবায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সম্মিলিত ভাবে কাজ করলে বড় বড় কাজ সহজে সম্পন্ন করা সম্ভব হয়। কৃষিসহ অন্যান্য খাতেও সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন করা যায়।” পৌর কলেজের শিক্ষক আয়েশা আক্তার রিতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী বাবুল হোসেন। সমবায়ী আব্দুল আলিম, মোক্তার হোসেন। জেলায় বর্তমানে ১৩টি কেন্দ্রীয় ও ১ হাজার ৬৩০ টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এ সকল সমিতিতে ৬৪ হাজার ২৯০ জন সদস্য রয়েছেন। যাদের সংগৃহীত মূলধন ৭ কোটি ৩৭ লাখ টাকা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সমবায় সমিতির সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।