Crime News tv 24
ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন পাবনাস্থ সাঁথিয়া সমিতি।

পাবনা জেলা প্রতিনিধি:-
অক্টোবর ২৫, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত সাঁথিয়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছন পাবনাস্থ সাঁথিয়া সমিতি । শনিবার ১১ টায় সাঁথিয়া উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

পাবনাস্থ সাঁথিয়া সমিতির সভাপতি ও কিমিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী মোস্তফা জামান শামীমের সভাপতিত্বে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সরকারি অধ্যাপক ড. মনসুর আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক তালেবুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। বিশেষ‌ অতিথি হিসাবে বক্তব্য দেন, পাবনা জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জক,সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান,অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,সাঁথিয়া উন্নয়ন পরিষদের সভাপতি মীর নজমুল বারি নাহিদ,সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদীন রানা, পাবনা জর্জ কোর্টের এডিশনাল পিপি এ্যাডভোকেট মনোয়ার জাহিদ, সংগঠনের সহ-সভাপতি ফিরোজ হোসেন,সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই,নারিয়াগোদাই হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ফাতেমা খাতুন প্রমখ ।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন,সবাইকে যে সাইন্স নিয়েই পড়তে হবে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে । আমি তো সাইন্স নিয়ে পড়ি নাই । আমি মানবিকের ছাত্রী ছিলাম। আমি সাইন্স না পড়েও ভালো জায়গায় অবস্থান করছি। তাই তোমাদের যে বিষয় ভালো লাগে সেই বিষয় নেই নিয়ে পড়া উচিত।
পাবনা জেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষার্থীদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরো বলেন,এ+ পেয়েছেন এটাই আপনাদের চূড়ান্ত সফলতা নয়। সামনে আরো অনেক পথ বাকি আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও জীবনে ভালো কিছু করতে না পারলে, এই এ-প্লাসের মূল্যায়ন থাকবে না। তোমাদের মেধার সাথে নৈতিক, মানবিক গুণাবলি অর্জন করা।
সভাপতি অত্র সংগঠনের পক্ষ থেকে ৪ জন এবং কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পক্ষ থেকে ৮ জন মোট ১২ জনকে দুই বছরের জন্য ভিত্তি প্রদানের ঘোষণা দেন।