Crime News tv 24
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
নভেম্বর ১, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চিত্রনায়ক সালমান শাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে, শনিবার( ১ নভেম্বর) বেলা ১১টার সময় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন কর্মসূচি। সেখানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সালমান ভক্তরা। এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি। এতদিনেও তাঁর হত্যার রহস্য উন্মোচন হয়নি। এখন সময় এসেছে প্রকৃত তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার।

চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তকূলের ডাকে আয়োজিত মানববন্ধনে নাফিসা সুরভি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় সালমান শাহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সালমান শাহ। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু দেশের লাখো দর্শককে শোকাহত করেছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, যেটিকে প্রথমে ‘অপমৃত্যু’ বলে উল্লেখ করা হয়েছিল। তবে দীর্ঘ ২৯ বছর পর মামলাটি এবার নতুন মোড় নিয়েছে এবং রূপ নিয়েছে হত্যা মামলায়।

সম্প্রতি সালমান শাহ পরিবার তার মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে রমনা থানায় একটি হত্যা মামলা দাবি করেছে। সেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়। আরও আসামি করা হয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ ১১ জনকে।
হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হচ্ছেন সালমান শাহ-এর ভক্তরা।