Crime News tv 24
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর।

মোঃ আতাউর রহমান রাজশাহী প্রতিনিধি:-
নভেম্বর ১, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি অপ্রত্যাশিত ভারী বর্ষণে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ফসলহানি হয়েছে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর। আজ (শনিবার ১ নভেম্বর) তিনি সশরীরে উপজেলার ক্ষতিগ্রস্ত মাঠ ও গ্রামগুলো পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে সরাসরি কথা বলেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
বিকাল ৩টায় ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর তার সফর শুরু করেন। তিনি প্রথমে বাগমারা উপজেলা ১১ নং গণিপুর ও আশেপাশের কয়েকটি ক্ষতিগ্রস্ত বিল এলাকা ঘুরে দেখেন। এসময় তার সাথে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিনি কৃষকদের পাকা ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষতি নিজ চোখে পর্যবেক্ষণ করেন।

কৃষকদের সাথে মতবিনিময় ও
পরিদর্শনকালে ব্যারিস্টার সাগর ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। অনেক কৃষক কান্নাজড়িত কণ্ঠে তাদের ক্ষতির পরিমাণ এবং বর্তমান অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি তাদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান।

ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর বলেন,প্রকৃতির উপর আমাদের হাত নেই। তবে আপনাদের এই চরম দুঃসময়ে আমি এবং আমাদের সংগঠন আপনাদের পাশে আছি। এই ক্ষতিপূরণ হয়তো পুরোপুরি সম্ভব নয়, কিন্তু আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে পর্যাপ্ত কৃষি প্রণোদনা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করব। কোনো কৃষক যেন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে পথে না বসেন, তা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনকে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ শেষ করতে হবে, যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা দ্রুততম সময়ে সরকারের সহায়তা পেতে পারেন। তিনি নিজের পক্ষ থেকেও কৃষকদের জন্য কিছু জরুরি খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণের নির্দেশ দেন।