শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় ভিসি জানান যে ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে।
আজ ২০ অক্টোবর সোমবার বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের আয়োজনে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো – ভাইস চ্যান্সেলর ড. মোঃ নূরুল ইসলাম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ শহীদুল্লাহ।
ভিসি ডঃ এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষ মানবশক্তি গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। তাদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছি তাদের সকলের সমন্বয়ে কাজ করতে হবে। এছাড়াও প্রযুক্তির নির্ভর শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল মনিটরিং,ডিজিটাল ল্যাব তৈরী, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির ব্যবস্থা মত গুরুত্বপূর্ণ কাজ আমরা হাতে নিয়েছি যাতে করে আমাদের শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব হয়। তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষকরা জ্ঞানের বীজ বপন করেন। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলতে হবে যাতে করে শ্রেণীকক্ষের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায় এবং একই সাথে শিক্ষকদের দলীয়করণ মুক্ত থাকতে হবে।
সভাপতির বক্তব্য বলেন, শিক্ষার মানোন্নয়নে যেকোনো পরামর্শ আপনারা আমাদের কাছে রাখতে পারেন। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমরা কখনই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা ভবিষ্যতেও এ ধরনের সভা অন্যান্য বিভাগেও করার চেষ্টা করব, যাতে করে আমরা আপনাদের কাছ থেকে সুস্পষ্ট পরামর্শ পেতে পারি।
এ সময় সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিগণ শিক্ষার মানোন্নয়নে করণীয় বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন।এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।