নওগাঁ জেলার বিভিন্ন উপজেলাসহ সূর্য পূজায় ভক্তরা সূর্য উঠার আগেই ভক্তরা পুকুর -পুস্কুনি নদী -নালা জলেতে নেমে সূর্য দেবের আরাধনাই এই ব্রতের মূল আরাধনা কেন্দ্র। বিশ্বাস করা হয় এই ব্রতের পালনের মাতৃস্নেহের ভরা ছটি মাইয়া সন্তানের সুখ প্রদান করেন। এই পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে নওগাঁর ছোট যমুনা নদীতে যাক যমক ভাবে এই সূর্য ও ছট পূজা অনুষ্ঠিত হয়েছে।
এবং নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর সদর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে হরিজন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সূর্য পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও তারা ধর্মীয় ভক্তি ও আনন্দঘন পরিবেশে এই পূজার আয়োজন করেন।
দিনব্যাপী চলা এই উৎসবে সূর্য দেবতার উদ্দেশ্যে নানা ফলমূল ও ফুলের সমারোহে আরাধনা অনুষ্ঠিত হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই নিতপুরের পূর্ণভবা নদীর তীরে সূর্যাস্তের মুহূর্তে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা পর্ব। নদীর জলে দাঁড়িয়ে সূর্য ডোবার সময় ভক্তরা সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করেন, যাতে তাঁরা জীবনের পাপমোচন ও মুক্তি লাভ করতে পারেন।
পূজা উপলক্ষে এলাকাজুড়ে সৃষ্টি হয় এক উৎসবের আবহ। দূরদূরান্ত থেকে শত শত হরিজন নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা অংশ নেন এই ধর্মীয় আনুষ্ঠানে। ভক্তদের মধ্যে ছিল অপার আনন্দ ও উচ্ছ্বাস।
স্থানীয়রা জানান, এবারের সূর্য পূজাটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুরো আয়োজনজুড়ে ছিলো না কোনো বিশৃঙ্খলার ঘটনা।
ধর্মীয় ভক্তি, সামাজিক মিলন ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রকাশ হিসেবে পোরশার নিতপুরের এই সূর্য পূজা এখন স্থানীয়দের কাছে এক আনন্দমুখর উৎসবে পরিণত হয়েছে।
নওগাঁ #

