Crime News tv 24
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতি “শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫” পেলেন মো. মঞ্জুর হোসেন ঈসা।

admin
অক্টোবর ২৬, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার:-

মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “শেরে বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫” লাভ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা।

২৫ অক্টোবর ২০২৫ (শনিবার) রাজধানীর বিজয়নগরস্থ হোটেল অরনেট ইন্টারন্যাশনালে “শেরে ই বাংলা সাংস্কৃতিক জোট”-এর উদ্যোগে আয়োজিত ‘শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মজয়ন্তী উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. নজরুল ইসলাম তামিজী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক সালাম মাহামুদ,
অভিনেতা, নাট্য পরিচালক ও প্রযোজক শামীম জামান,
অভিনেত্রী ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় সভাপতি রোকেয়া সুলতানা কেয়া,
ইঞ্জিনিয়ার বুলবুল ব্লগ বুলবুল,
সাংবাদিক ও অভিনেতা সানোয়ার খান,
চ্যানেল আই-এর সিনিয়র আলোকচিত্রী সাংবাদিক এস এম নাসির,এডভোকেট শিমুল পারভীন,
গীতিকার মাকসুদুর রহমান মিল্কি,
কণ্ঠশিল্পী রবিন আহমেদ, ব্যবসায়ী কামরুল ইসলাম,
আর আর গ্রুপের সিইও ও প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম,
আল মামুন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা অংশীদার মো. শামীম আল মামুন এবং সাংবাদিক জাবেদ আলম প্রমুখ।


সভা পরিচালনা করেন শফিক উদ্দিন অপু।

সভায় বক্তারা বলেন,

“শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন জনগণের নেতা, ন্যায় ও মানবতার প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে যারা ন্যায়বিচার, মানবতা ও মানবাধিকারের পক্ষে কাজ করছেন — তাঁদের সম্মানিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”

অনুষ্ঠানে মানবাধিকারে অসামান্য ভূমিকা, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার মূল্যবোধে বিশ্বাসের জন্য মো. মঞ্জুর হোসেন ঈসা-কে “শেরে বাংলা স্টার স্মারক সম্মাননা-২০২৫” প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তির পর ঈসা বলেন,

“এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানবাধিকার কর্মীর প্রেরণার প্রতীক। শেরে বাংলার মানবকল্যাণের দর্শন আমার পথচলার দিশা।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেরে বাংলার জীবন ও কর্ম নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বরেণ্য শিল্পী, সংগীতশিল্পী ও কবিরা অংশগ্রহণ করেন।