Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজুয়ান নামে চোরাকারবারী আটক-০১

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ-
অক্টোবর ৩১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৯ অক্টোবর) রাতে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করে। তিনি ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের ইয়াসিন হোসেনের ছেলে।

আটক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় (মামলা নং–০৩, তারিখ: ২৯ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীর সিজার মূল্য ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁ #