রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে জীবননগর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবারের সদস্যরা জানান, উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে গত ১৩ ও ১৪ অক্টোবর দুই দিনে পাঁচজন ব্যক্তি নিখোঁজ হন। তারা হলেন—মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার হোসেন (৫২) ও তার ছেলে শফি (২৭), এবং শওকত আলির ছেলে হাসান (২৭)।
নিখোঁজদের স্বজনরা জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২১ অক্টোবর শওকত আলি বাদী হয়ে জীবননগর থানায় ৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে—
আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর ছেলে লালন মণ্ডল (৪২) এবং বাবলুর ছেলে শাহিন (৩২)-কে।
নিখোঁজ হাসানের বাবা মো. শওকত আলি বলেন,
আমার ছেলে মাঠে কাজ করে, কোনো খারাপ কাজে জড়িত না। ১৮ দিন ধরে ছেলেকে খুঁজে পাচ্ছি না। মজিদ, শাহিন, রুবেল আর লালন মিলে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। এখনো জানি না সে বেঁচে আছে কিনা। আমি আমার ছেলেকে ফেরত চাই।
নিখোঁজ হাসানের স্ত্রী বৃষ্টি খাতুন বলেন,লালন ও রুবেল আমার স্বামীকে ডেকে নিয়ে যায় মজিদের কাছে। রাত ৯টার দিকে তার সঙ্গে শেষবার ফোনে কথা হয়, সে জানায় জীবননগরে আছে। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। পরে লালনরা এসে বলে, ‘তোমার স্বামীকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন,আমরা থানায় অভিযোগ দিতে গেলে তারা বাধা দেয়। সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন ময়েন সব জানে তার ইন্ধনে মজিদ সোনা মেরে দিয়েছে ১২ কোটি টাকার সোনা ময়েন তো ভাগ নিয়েছে।ময়েন চেয়ারম্যান বললো তোমরা থানায় যদি অভিযোগ না করো তা হলে দুই দিনের মধ্যে সবাই বাড়ি চলে আসবে তার কথা মত আমরা কেউ অভিযোগ করিনি। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করলাম তাতেও কিছু হলো না পুলিশ যায় মজিদের কাছ থেকে টাকা নিয়ে চলে আসে। ময়েন চেয়রাম্যানের সাথে মজিদ থাকে ময়েন চেয়রাম্যান সব জানে। এখন আমরা না খেয়ে আছি, কারণ আমার স্বামী কিছুই রেখে যায়নি। আমি শুধু আমার স্বামীকে জীবিত ফিরে পেতে চাই।
স্থানীয়রা জানান, গোয়ালপাড়া গ্রামে স্বর্ণ চোরাচালানের একটি চালান আত্মসাৎকে কেন্দ্র করে এলাকায় বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই ১৩ অক্টোবর আনার হোসেন ও তার ছেলে শফি, এবং পরদিন ১৪ অক্টোবর আবুল, হাসান ও স্বপন নিখোঁজ হন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন,
গোয়ালপাড়া গ্রামের পাঁচজন নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। আমরা তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, অচিরেই মূল ঘটনা উদ্ঘাটন করতে পারব।”
নিখোঁজদের স্বজনরা দ্রুত তাদের উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

