Crime News tv 24
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে পাওনা টাকা আদায়ে সার ও বিষ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:-
নভেম্বর ১, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

পাওনা টাকা না দিয়ে উল্টো হয়রানীর অভিযোগ তুলে দাকোপ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী পরিতোষ বর্মন। দেওয়া হচ্ছে হুমকি কথিত ফেইজবুক সাংবাদিক দিয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে দাবী করেছেন তিনি। উপজেলার দাকোপ ইউনিয়নের রামনগর গ্রামের ক্ষুদ্র সার ও বিষ ব্যবসায়ী শনিবার বেলা ১২ টায় দাকোপ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগে বলেন, রামনগর ধোপাদী গেট এলাকায় আমার সার বিষের দোকান আছে। আমার কাছ থেকে সার বিষ বাকীতে নিয়ে দীর্ঘ বছর টাকা না দিয়ে পক্ষান্তরে আমাকে উল্টো হয়রানী করছে একই এলাকার প্রনব গাইন (স্বেচ্ছাসেবকলীগনেতা). প্রকাশ সরদার, নারায়ন সরকার, রুপক মন্ডল, মিঠুন সরকার, অসীম মন্ডল, তুলি রায়, হরিপদ মন্ডলরা। দীর্ঘ ৪ বছর টাকা আদায়ে ব্যর্থ হয়ে আমি কিছুদিন আগে তাদের বিরুদ্ধে দাকোপ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করি। সেখানে শালিসের মাধ্যমে তারা কিছু টাকা দেয়। বর্তমানে তাদের নিকট আরো ১ লাখ ১৫ হাজার ১৯৭ টাকা আমার পাওনা আছে। আমি তাগাদা দিলে তারা টাকা না দেওয়ার পায়তারায় বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক অভিযোগ করে। যে গুলো তদন্তে মিথ্যে প্রমানিত হয়েছে। আমি তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি যেটার তদন্ত চলমান আছে। অভিযুক্তরা বর্তমানে আমাকে খুন জখম এবং হয়রানীমূলক মামলা দায়েরের হুমকি দিয়ে আসছে। এমনকি তারা উল্টো আমার নিকট চাঁদা দাবী করছে। সর্ব শেষ তারা এলাকার কথিত ফেইজবুক সাংবাদিক অসীম কুমার মন্ডল (স্কুল শিক্ষক), তাপস আরো কয়েকজনকে দিয়ে আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট এবং সম্মানহানীকর কথিত সংবাদ সম্মেলন দেখিয়ে ফেইসবুকে প্রচার করে। এ ছাড়া আমাকে নারী ঘটিত অপবাদ দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পবিত্র সরদার, পরিমল মিস্ত্রি, শিউলী বর্মন, সুমি বর্মন, সৌরব বর্মন।