চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৩ নং দলদলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম আমড়ীতলা আশ্রায়ন প্রকল্পের মেইন রাস্তাটির বেহাল অবস্থা। এ রাস্তা টি ১৯৯৮ সনের দিকে তৈরি করা হয়েছিল। রাস্তা টি জন সাধারনের মরণফাঁদ। এ রাস্তা টি নিয়ে নেয় কোন মেম্বার ও চেয়ারম্যানের পদক্ষেপ। রাস্তা টি দিয়ে অটো, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন নিয়ে জন সাধারনের দুর্ভোগের মুখে পড়তে হয়। রাস্তাটি ইট দিয়ে হিয়ারিং রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল কিন্তুু এখন রাস্তাটির ইট বসে গিয়ে বিভিন্ন জায়গায় গর্ত ও মরণফাঁদ তৈরি হয়েছে। এতে করে না জাহলে পরেছে এই গুচ্ছ গ্রামের আমড়ীতলা আশ্রায়ন প্রকল্পের জন সাধারন।তাই ভোলাহাট উপজেলা প্রশাসন ও ভোলাহাট উপজেলা সমবায় অধিদপ্তরের নিকট আকুল আবেদন এই আমড়ীতলা আশ্রায়ন প্রকল্পের মেইন রাস্তাটির বিষয় টি তদন্ত করে রাস্তাটি চলাচলের জন্য উপযোগী করা হোক।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                