Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের বাগজানায় গুচ্ছ গ্রাম জামে মসজিদে মাইক সেট উপহার দিলেন জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

Link Copied!

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম জামে মসজিদে নতুন মাইক সেট উপহার দিয়েছেন জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে তিনি নিজ হাতে মসজিদ কমিটির নিকট মাইক সেটটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাষ্টার,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন ইবাদত সহ স্থানীয় সমাজসেবক ও গ্রামবাসী।

মসজিদের ইমাম ও মুসল্লিরা মাইক সেট পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত মানের মাইকের অভাবে পাঁচ ওয়াক্ত আজান সহ নানা ধর্মীয় কার্যক্রমে অসুবিধায় ছিলেন। আজকের এই উদ্যোগে মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো।

এসময় ফজলুর রহমান সাঈদ বলেন, “মসজিদ মুসলমানদের ঐক্য, শিক্ষা ও আত্মশুদ্ধির কেন্দ্র। সমাজে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে প্রতিটি মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি চাই, প্রতিটি মসজিদ যেন সুষ্ঠু পরিবেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারে।”

তিনি আরও বলেন, “আমার সামর্থ্য অনুযায়ী আমি সর্বত্রই মানুষের পাশে থাকতে চাই—সেটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক বা সাধারণ মানুষের কল্যাণমূলক প্রয়াস।

স্থানীয় মুসল্লিরা তাঁর এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তাঁর সফলতা কামনা করেন।