Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় পাইকুরাটিতে জুয়ার আসর।

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:-
অক্টোবর ৩১, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের নতুন মসজিদের পাশ্ববর্তী জুয়েল মিয়ার মুদির দোকান দীর্ঘ দিন যাবৎ জুয়ার বোর্ড চালিয়ে যাচ্ছে। এছাড়াও ইউনিয়নের গাছতলা বাজারে চলছে জুয়ার আসর। পুলিশের উপস্থিত টের পেয়ে চলে যায় জুয়ারীরা। গতকাল শুক্রবার বিকেল ৪ ঘটিকায় সরজমিনে অনুসন্ধানে জানাযায়, বৌলাম গ্রামের আলতু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৮) নিজেই মুদির দোকানের পাশাপাশি জুয়ার আসর বসিয়েছেন। বৌলাম গ্রামের কয়েক জন বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, আমরা জুয়েলকে নিষেধ করেছি তবুও সে জুয়ার আসর বন্ধ করেন না। দিবারাত্রী তাস দিয়ে জুয়া খেলে। এই জুয়ার আসর বন্ধ করার নিষেধ করা হলে আমাদের প্রাণ নাশের হুমকি প্রদান করে। এতে করে যুব সমাজ নষ্ট হচ্ছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। এই ব্যাপারে জুয়েল মিয়া কাছে জানতে চাইলে তিনি সত্যাতা স্বীকার করেন। পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নেতা মো: সবুজ মিয়া বলেন, আমাদের অনেক জায়গায় জুয়ার আসর বসে, আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল বলেন- এই বিষয়ে আমি অবগত নই তবে স্থানীয় ইউপি সদস্য ভাল জানতে পারে। ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, জুয়েল মিয়ার বিরুদ্ধে আমাকে অনেকেই বলেন, তবে এই আসর বন্ধ করা হোক। এব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ এনামুল হক বলেন- জুয়া, মদ, গাজা, ইয়াবা জিরো ডলারেন্স। সতত্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে। ##

রাজু ভূঁইয়া সুনামগঞ্জ
মোবা: ০১৭১২৫৯৮৫৭৫
তারিখ: ৩১/১০/২৫ইং