গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের আনালেরছড়া গ্রামে দেখতে পাওয়া যায় ফার্নিচার নকশা টাইগার মিস্ত্রি কে।
বৃদ্ধ হলেও কাজের ধরন তার মেশিনের মতই, ছোটবেলা থেকেই তিনি ফার্নিচার নকশা এর কাজ করতেছেন।
ফার্নিচার নকশা টাইগার মিস্ত্রি জানান: আমার নাম মো: নজরুল মিয়া, কিন্তু মানুষ আমাকে টাইগার মিস্ত্রি বলে ডাকেন,এতে আমি অনেক খুশি ও মুগ্ধকর।
ফার্নিচার নকশা টাইগার মিস্ত্রি আরও জানান: আমার বাবাও এই ফার্নিচার নকশা এর কাজ করছিলেন আমার বাবার কাছ থেকে আমি ফার্নিচার নকশা কাজ শিখেছি, হঠাৎ করে আমার বাবা মারা জান তার পর থেকেই আমি ফার্নিচার নকশার কাজ করি।
তখন আমার বয়স ছিল ১৬ বছর তারপর থেকে ৫২ বছর ধরে নকশার কাজ করতেছি এখনো।
এই দিকে ফার্নিচার নকশা মিস্ত্রি মো: শাহালোম মিয়া বলেন : আমিও ফার্নিচার নকশা টাইগার মিস্ত্রির কাছ থেকে কাজ শিখেছি।
আনালেরছড়া গ্রামের মো: শফিকুল মিয়া জানান আমি টাইগার মিস্ত্রির কাছ থেকে খাট ও ফার্নিচার বানিয়ে নিচ্ছি।