তথ্য অধিকার আইনের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান না করায় নওগাঁর বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করেছেন সাংবাদিক মো. সবুজ হোসেন।
২৮ অক্টোবর ২০২৫ তারিখে দাখিল করা আপিলে সাংবাদিক সবুজ হোসেন উল্লেখ করেছেন, গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় বদলগাছি ইউএনওর কার্যালয়ে একটি তথ্যের আবেদন করেছিলেন। কিন্তু নির্ধারিত ২০ কার্যদিবসের মধ্যে কোনো তথ্য প্রদান করা হয়নি এবং আবেদনটির কোনো জবাবও তিনি পাননি।
আবেদনে তিনি বলেন, “তথ্য অধিকার আইন ২০০৯” এর ধারা ৯ অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের আবেদন পাওয়ার ২০ কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান বাধ্যতামূলক। কিন্তু ইউএনও ইসরাত জাহান ছনি আইন লঙ্ঘন করেছেন। আবেদনকারী আরও অভিযোগ করেছেন, সময়সীমা পেরিয়ে গেলেও তথ্য না দেওয়া আইনের অপব্যবহার এবং নাগরিক অধিকারের লঙ্ঘন।
সাংবাদিক সবুজ হোসেন তার আপিলে জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছেন— ইউএনও’র বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এবং বিলম্বিত তথ্য দ্রুত সরবরাহ করা হোক।
জেলা প্রশাসকের দপ্তরে আপিল আবেদনটি নথিভুক্ত হয়েছে কিনা জানতে জেলা প্রশাসক মহোদয়কে ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোর যে কোনো নাগরিক নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য পাওয়ার অধিকার রাখেন।
নওগাঁ#

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                 
                                 
                                 
                                