চুয়াডাঙ্গা জেলার জীবননগরে ২০২৫-২৬ অর্থবছরে পুর্নবাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫৮ বিজিবির অধিনস্ত ২ টি ক্যাম্পে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বেলা ১২ টার সময় জীবননগর কৃষি সম্প্রসারন অধিদপ্তর চত্বরে মহেশপুর ৫৮ বিজিবর অধীনস্ত জীবননগর বিওপি ক্যাম্প ও উথলী বিওপি ক্যাম্পে ১৫০ টির অধিক বিভন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো :আলমগীর হোসেন, উপজেলা সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা। চারা গ্রহণ করেন উথলি বিওপি ক্যাম্পের পক্ষে মাহবুব হোসেন ও জীবননগর বিওপির পক্ষে সুপেদার হাসান।এ সময় নারিকেলের চারা ১০ টি,তালের চারা১০ ,আমের চারা ৩০ টি,নিমের চারা২০ টি,জামের চারা ৩০ টি,বেলের চারা ৩০ টি,ও ,কাঁঠালের চারা ২০ টি বিতারণ করা হয়।