পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন দক্ষিণ ভায়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা কর্তিক চাচা ও চাচাতো ভাইকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার রাত নয়টায় এ হামলার ঘটনা ঘটে।এতে আব্দুল সালেক (৬৭)ও ওবায়দুল (২৮) নামের দুইজন গুরুতর আহত হয়।
বর্তমানে আহতরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত আঃ সালেক সাংবাদিকদের জানায় প্রায় দুই মাস আগে জমি জমার ভাগ বাটোরা নিয়ে আব্দুল সালেকের ভাই মৃত শামসুল হকের ছেলে খাইরুল নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে নেছারাবাদ থানা পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে স্থানীয়দের শালিসের মাধ্যমে জমি মেপে ভাগ বন্টন করতে বলে।এবং উভয়পক্ষ তাতে রাজি হয়।স্থানীয়রা দীর্ঘদিন যাবত জমি মাপামাপি করলে তৃতীয় পক্ষের জমি তাদের মধ্যে ঢুকে যায়।এবং সেই তৃতীয় পক্ষের জমির লাগানো গাছ মৃত শামসুল হকের ছেলে রিপন ও খাইরুল জোরপূর্বক কেটে বাজারে বিক্রি করার চেষ্টা করে।
এ নিয়ে আব্দুল সালেক তাদের ভাতিজাদের জমি সমাধান না হওয়া পর্যন্ত গাছ কাটতে বারণ করায় ক্ষিপ্ত হয় রিপন।এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিপন ও তার চাচাতো ভাই গোলাম রাব্বি ও রিপনের স্ত্রী সহ অজ্ঞতা ২/৩ জন লাঠি নিয়ে আব্দুল সালেকের উপর হামলা চালায়।
এ সময় প্রতিপক্ষের আঘাতে আব্দুল সালেক গুরুতর জখম হয়ে ডাক চিৎকার শুরু করলে তার ছেলে ওবায়দুল তাকে বাঁচাতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে।বর্তমানে আহতরা শেবাচিমের অর্থপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।