বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীর পূবাইলে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পূবাইলের হয়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চবিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর বিএনপি নেতা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সরকার শাহনূর ইসলাম রনি।
এসময় গাসিক ৪৪নং ওয়ার্ড বিএনপি নেতা দুলাল হোসেন, পূবাইল থানা
স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কামরুজ্জামান কাজল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী রুহুল আমিন, প্রধান শিক্ষক জাবেদ ইকবাল, সমাজসেবক রেজাউল করিম সেন্টু, ৩৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান, টঙ্গী পূর্ব থানা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক রনি দেওয়ান, স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক মৃধা, আলাউদ্দিন মোল্লা ও রনি মোল্লাসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, আমাদের জীবনের সাথে গাছ-গাছালি ওতপ্রোতভাবে জড়িত।গাছ না থাকলে আমরা অক্সিজেন পাবো না। গাছপালা না থাকলে দেশ মরুভূমি হয়ে যাবে। তাই সবাইকে যার যার আঙিনায় অন্তত: দুটি করে হলেও ফলদ, ঔষধি ও বনজ গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়ে দেশ ছাড়াও বিদেশের মাটিতে বিশেষ করে সৌদি আরবে বৃক্ষরোপন করে মরুরবুকে সবুজায়ন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশহিসেবে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচিতে টঙ্গী, পূবাইল, গাছাসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় নানা প্রজাতির গাছের চারা রোপন করা হবে।