Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রাম আনসার ভিডিপি কর্মকর্তা আরেফিন উদ্দিনের দূর্নীতির শেষ কোথায়।

পাটগ্রাম প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাটগ্রাম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আরেফিন উদ্দিন সরকারী বাড়ি ভাড়া ভাতা গ্রহন করা সত্তেও অফিস দখল করে তার বসতকক্ষ বানিয়েছে।তিনি যোগদানের পরবর্তী সময়ে দূর্নীতির আতুর ঘরে পরিনত করেছল।তার সময়ে অর্থ লেনদেন ছারা কোন কাজ হয়না পাটগ্রাম অফিসে।তিনি বিগত নির্বাচনে সদস্য প্রতি ডিউটি করাকে হাতিয়ার করে ৫০০ টাকা নিয়েছে। পূজায় ডিউটি দিতে জনপ্রতি ৫০০-৭০০ টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে।গতবছর রেল রক্ষা ডিউটিতে সকল সদস্যদের কাছে ২০০০ টাকা গ্রহন করে ডিউটি দিয়েছে। শুধু অর্থ গ্রহন নয় ভিভিন্ন অপ্রশিক্ষিত জনগনকে তিনি বিভিন্ন দালালের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে ডিউটি দিয়ে থাকেন। রেল রক্ষা ডিউটিতে তিনি অতিরিক্ত জনবল দেখিয়ে নিজেস্ব কিছু ফোন নম্বর ব্যাবহার করে বিল তুলে নেন,যা তদন্ত করলে বের হয়ে আসবে সদস্যদের দাবী। ভিডিপির গ্রাম ভিত্তিক দশ দিনের মৌলিক প্রশিক্ষনে বিভিন্ন দালাল মারফত জনপ্রতি ২০০ টাকা করে নেন।দূর্নীতি ও অনিয়মের এক স্বার্গরাজ্য সৃষ্টি করেছেন পাটগ্রাম উপজেলা আনসার ভিডিপি কার্যালয়কে।বিগত দিনে তার অনিয়মের তথ্য নিতে গেলে তিনি নগত টাকা দিয়ে সাংবাদিকদের আটকাতে চান।তার অর্থ দেয়ার সেই ভিডিও এখনো সংরক্ষিত, তিনি কিছুদিন চুপচাপ থাকলো আবারো আগামী নির্বাচনকে ঘিরে অনিয়ম অর্থ লেনদেন এখনেই শুরু করেছেন।অফিসের কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না।তিনি বাউরা জমগ্রাম আনসার ভিডিপি ক্লাবের নামে বরাদ্দকৃত এক লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে জানা গেছে।

অর্থ আত্মসাৎ ছারা তিনি পাটগ্রাম/দহগ্রাম/বাউরায় দলনেতা দলনেত্রী শুন্য পদে নিয়োগের কথা বলে কয়েজনের কাছে অর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।একই ইউনিয়নে তিনি দু-তিন জনের কাছ থেকে অর্থ গ্রহন করেছে তথ্য রয়েছে।যাদের কাছে অর্থগ্রহন করেছে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যায়।

আরেফিন উদ্দিন এতোটাই বেপরোয়া যে তার অধীনস্থ দু জন ইউনিয়ন দলনেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে বলে অভিযোগ রয়েছে।চাকরির কথা চিন্তা করে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।পাটগ্রামের সুশিল সমাজ ও দায়িত্বশীল ব্যাক্তিদের কাছে সকল সদস্য এর প্রতিকার চায়। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সদস্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে অতিসত্বর ব্যাবস্থা নিতে দৃষ্টি আকর্ষন করেছেন।

তিনি পাটগ্রাম উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে আশা চোরাই গরুতে প্রতিটিতে ৫০০-৭০০ টাকা চাঁদা গ্রহন করেন।তার নামে আইয়ুব আলী (লাইনম্যান) উক্ত চাঁদা তোলেন বলে সত্যতা আছে।তার নিয়োগপ্রাপ্ত লাইম্যান আইয়ুব আলী, মকসেদ,মুকুল বিভিন্ন সময়ে গৃহপালিত গরু বাজারে নিয়ে আশার পথে আটকিয়ে গরু সমন্ধে জিঙ্গাসাবাদ করে মানুষকে বিভ্রান্ত করে।প্রতি রবিবার বৃহস্পতিবার পাটগ্রাম গরুহাট থেকে লাইন খরজের নামে চাঁদা তোলে আইয়ুব আলী আরেফিন উদ্দিনকে প্রদান করে। লাইনম্যানদের জিঙ্গাসাবাদ করলে সকল তথ্যের সত্যতা পাওয়া যাবে। পাটগ্রাম উপজেলা কার্যালয়ে গচ্ছিত সরকারী আনসার ভিডিপির ইউনিফর্ম বিক্রি করা হয় বিভিন্ন সদস্যদের কাছে।প্রতিটি সেট ১০০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি করেন তিনি,মালখানায় রক্ষিত মালামালের হিসাব পর্য়ালচনা করলে তার হিসাব মিলবে।

আনসার ভিডিপির বিভিন্ন সদস্যাকে অফিস সময়ের পরে তার সাথে দেখা করার ইঙ্গিত প্রদানের অভিযোগ রয়েছে। অফিসের বিগত দিনের ডিউটিকারী সদস্য ও রেল লাইন ডিউটির তথ্যাদি পর্যালোচনা করলে অভিযোগ প্রমানিত হবে নিশ্চিত। বিস্তারিত সকল তথ্যাদি পরবর্তী সুস্পষ্ট প্রমান করতে তথ্য সংগ্রহ চলমান রয়েছে।

অফিসকে বসবাসের ঘর বানিয়ে থাকার কারনে মানুষের সন্দেহের দৃস্টি এরিয়ে সকল কুকর্ম করতে তার সুবিদা হচ্ছে। এর প্রতিকার অনস্বীকার্য,তার বীরোন্ধে আনিত সকল অভিযোগের জেলা কমান্ডেন্ট ও রেন্জ কমান্ডেন্ট কর্তীক তদন্ত করে অতিসত্তর ব্যাবস্থা না নিলে স্থানীয়ভাবে প্রতিকার এখন সময়ের দাবী।