হাই মাদ্রাসায় সাফল্য এনে সবাইকে চমকে দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার দুই কৃতী সন্তান যুগদিয়া ও রামনগরের হাফেজ মোঃ আহমাদুল্লাহ মোল্লা ও রাকেশ লস্কর। দুই সহপাঠী মগরাহাটের যুগদিয়া হাই মাদ্রাসা থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন। কোরানি হাফেজ আহমাদুল্লাহ ৭২২ নাম্বার পেয়ে প্রথম এবং ৭২১ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন রাকেশ লস্কর। জীবনের বড় পরীক্ষায় দুই বন্ধু স্কুলের টপ পজিশনে আশায় খুশি দুই বন্ধুর পরিবার। আহমাদুল্লাহ মোল্লার পিতা রাজিউল্লাহ মোল্লা, চাষবাসের পাশাপাশি মগরাহাট স্কুল মাঠ মারকাজের তাবলীগ জামাতের কাজের সঙ্গে যুক্ত, তিনি যেমন তবলীগ জামাতের মাধ্যমে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ইসলামের প্রচার প্রসারে অংশ নিচ্ছেন, ঠিক তেমনি ছেলেকে প্রথমে হাফেজী কোরআনের শিক্ষা দিয়ে তারপর জেনারেল শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। আগামী দিনে উচ্চমাধ্যমিকে আরো ভালো ফলাফল টপ টেনের মধ্যে দেখতে চাই। সেই মতো প্রস্তুতি শুরু করার প্রচেষ্টা করবেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আহমাদুল্লাহ জানিয়েছেন, মাধ্যমিকে প্রস্তুতির জন্য মাত্র দু-তিন ঘন্টা পড়াশোনা করতেন। অর্থনৈতিক কারণে ভালো গৃহশিক্ষক তেমনি ছিলনা, এই ফলাফলে যুগদিয়া হাই মাদ্রাসা স্কুলের শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাই এই মেধাবী ছাত্র।