Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত-০২

সাগর আহমেদ জজ,, (নেত্রকোনা) প্রতিনিধি:-
অক্টোবর ৩১, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পূর্বধলায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার (সিএনজি) সজোর ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নারীসহ আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি বিকল ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-২০-৪৫০৫) সড়কটির ওপর পার্ক করা ছিল। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি (নং ময়মনসিংহ-থ-১১-০৪২৮) গভীর রাতে গন্তব্যে যাওয়ার সময় অন্ধকারাচ্ছন্ন সড়কের কারণে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পায়নি। ফলে সিএনজিটি সরাসরি ট্রাকের পেছনের অংশে ধাক্কা মারে যার ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান।
নিহতরা হলেন, ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। দুর্ঘটনায় নিহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) সহ একজন অজ্ঞাত নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার এসআই মো.সবুজ জানান, মরদেহ দুটি তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে  হস্তান্তর করা হয়েছে।