বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এক বর্ণাঢ্য আলোচনা সভার মধ্য দিয়ে।
সভা শেষে জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব-কে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠন ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’।

ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সংগঠনের সভাপতি কবি সাহানা সুলতানা, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা, এবং সাংগঠনিক সম্পাদক অভিনেতা জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, ঐক্য মঞ্চের শীর্ষ নেতা রফিকুল ইসলাম বাবলু, এবং জেএসডির সাংগঠনিক সম্পাদক এস এম শামসুল আলম নিক্সনসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ।
জেএসডির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনীতিতে জেএসডি সব সময় ন্যায়, গণতন্ত্র ও সামাজিক ন্যায্যতার পক্ষে কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা দেশজুড়ে সাংগঠনিক শক্তি পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন,
> “জেএসডি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রগতিশীল ও সাহসী ভূমিকার প্রতীক। স্বাধীনতার চেতনাকে ধারণ করে জাতি গঠনে জেএসডি যে অবদান রেখেছে, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
সংগঠনের সভাপতি কবি সাহানা সুলতানা বলেন,
> “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সকল নাগরিক সমান মর্যাদা ও সুযোগ পাবেন। জেএসডি সেই গণতান্ত্রিক চেতনার ধারক।”
অভিনেতা জাহাঙ্গীর আলম বলেন,
> “সংস্কৃতি, সাহিত্য ও রাজনীতির সমন্বয়ে জাতি এগিয়ে যেতে পারে। জেএসডি সবসময় সেই মানবিক মূল্যবোধে বিশ্বাসী।”
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট, ২ মার্চের পতাকা উত্তোলনের তাৎপর্য এবং জেএসডির রাজনৈতিক যাত্রাপথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভার শেষে উপস্থিত সবাই জেএসডির প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                    
 
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                