Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে একটি গাছ লাগানোর শর্তে সাইবার হ্যারাসমেন্ট প্রতিরোধে সহায়তার ঘোষণা SCEF-এর।

রুবেল মিয়া নিজস্ব প্রতিবেদক,কড়িগ্রামঃ-
অক্টোবর ৩১, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সাইবার হ্যারাসমেন্ট প্রতিরোধে অনন্য উদ্যোগ নিয়েছে “স্টুডেন্ট সাইবার এক্সপার্ট ফোর্স (SCEF)”। সংগঠনটি ঘোষণা দিয়েছে— কুড়িগ্রাম জেলার শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা যদি অন্তত একটি গাছ লাগান, তবে তারা সাইবার হ্যারাসমেন্ট সংক্রান্ত সহায়তা পাবেন সংগঠনের পক্ষ থেকে।
এই উদ্যোগকে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান সাইবার বুলিং, অশ্লীলতা, নাস্তিকতা ও ধর্মবিরোধী অপপ্রচার প্রতিরোধে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বাইজিদ হোসাইন বলেন,
“আমরা চাই তরুণরা যেন ইন্টারনেটকে ইতিবাচক কাজে ব্যবহার করে। সাইবার বুলিং বা ধর্মবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের টিম সর্বদা সতর্ক থাকবে, ইনশাআল্লাহ।”
SCEF জানায়, তারা সারাদেশে আগ্রহী তরুণদের জন্য সাইবার সচেতনতা বিষয়ক কোর্স, কর্মশালা ও অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও বিদ্বেষমূলক কার্যক্রম প্রতিরোধেও কাজ করছে তারা।
সচেতন তরুণদের অংশগ্রহণে সংগঠনের এই নতুন উদ্যোগটি ইতিমধ্যে অনলাইনে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছে।