Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

“বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপির সৌজন্যে তরিকত মাহফিল “

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
অক্টোবর ৩১, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

অদ্য বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ বাদ মাগরিব, আকবরিয়া দরবার শরিফ, চনপাড়া ডেমরা ঢাকা আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন, শাহ সুফী আফসার উদ্দিন ভুইয়া, সভাপতি, রুপগন্জ থানা বিটিপি।

* অনুষ্ঠানের আয়জন করেন, শাহসুফী খাজা আলী আকবর চিস্তি। পরিচালক, চিস্তিয়া আকবরিয়া দরবার শরিফ, ডেমরা ঢাকা।

* প্রধান অতিথীঃ আলহাজ শাহসুফী দ্বীন মোহাম্মদ চিস্তি নিজামী। ভাইস প্রেসিডেন্ট বিটিপি।
* বিশেষ অতিথীঃ মোঃ শামসুল আলম চিস্তি,
সাধারণ সম্পাদক, বিটিপি।
* বিশেষ অতিথীঃ খাজা নিজামুদ্দিন চিস্তি, বার্তা সম্পাদক বিটিপি।
* বিশেষ অতিথীঃ শাহ সুফী ফারুক আহমেদ সুরেশ্বরী।
* বিশেষ অতিথীঃ মাওলানা মোহাম্মদ আয়ুব আলী ভুইয়া, প্রিন্সিপাল, বড়ালু মাদ্রাসা।
* বিশেষ অতিথীঃ শাহ সুফী মঙ্গল মিয়া,
* বিশেষ অতিথীঃ সিদ্দিকুর রহমান আল কাদেরী,
সভাপতি ডেমরা থানা বিটিপি।
* বক্তব্য রাখেনঃ আলম চান চিস্তি,
* বক্তব্য রাখেনঃ শাহ সুফী শামসুল হক চিস্তি,
* বক্তব্য রাখেনঃ যুব নেতা রবিউল ইসলাম চিস্তি।
* অনুষ্ঠান পরিচালনা করেন, নাসিরুদ্দিন খোকন।
অনুষ্ঠানে আলোচকগন তরিকতপন্থীদের ঐক্য হওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন। পরিশেষে মিলাদ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।