ভোলাহাট উপজেলার বজরাটেক পিরানচক নিবাসী নুরশাহাদা (বাবুর্চি) আজ ২৪/৯/২৫ বুধবার সন্ধ্যা আনুমানিক ৬:১৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন
তিনি ছিলেন একজন সৎ, পরহেজগার ও আল্লাহভীরু মানুষ। তাঁর পরিচিতি ছিল একজন বিখ্যাত বাবুর্চি হিসেবে, যিনি সবার মন জয় করতেন তাঁর হাতের রান্না আর সুন্দর ব্যবহারে।
তাঁর ইন্তেকালে আমাদের জন্য এক গভীর শোক ও অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা নুরসাহাদা কে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন এবং তাঁর পরিবারের সবাইকে এই শোক সহ্য করার ধৈর্য দান করুন—আমিন
( প্রয়াত এই ব্যক্তি ( এসানুর আলী রওশান) রাফিজুল, আনোয়ার, সানোয়ার, রাব্বুল ও হাফেজ সানাউল্লাহ্ আব্বা )তার জানাযার নামাজের সময় পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানা গেছে।