Crime News tv 24
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ডিমলা উপজেলা কনটেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা অনুষ্ঠিত।

Link Copied!

আজ শনিবার ডিমলা উপজেলার ফরেস্ট মাঠে অনুষ্ঠিত হলো ডিমলা উপজেলা কনটেন্ট ক্রিয়েটরদের এক প্রাণবন্ত “মিলন মেলা ২০২৫”। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, টিকটকার ও অনলাইন এক্টিভিস্টদের মিলন ঘটে এক উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কনটেন্ট ক্রিয়েটর সভাপতি মোঃ ডাবলু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকনুজ্জামান রোকন, আর এম ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নোমান, এবং মমিনুর রহমান মমিন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে কনটেন্ট ক্রিয়েটররা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সামাজিক সচেতনতা, শিক্ষা ও বিনোদনমূলক কনটেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে অনুপ্রাণিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে স্মারক ও সনদ প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজনে কনটেন্ট নির্মাণ, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।