আজ শনিবার ডিমলা উপজেলার ফরেস্ট মাঠে অনুষ্ঠিত হলো ডিমলা উপজেলা কনটেন্ট ক্রিয়েটরদের এক প্রাণবন্ত “মিলন মেলা ২০২৫”। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, টিকটকার ও অনলাইন এক্টিভিস্টদের মিলন ঘটে এক উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কনটেন্ট ক্রিয়েটর সভাপতি মোঃ ডাবলু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকনুজ্জামান রোকন, আর এম ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নোমান, এবং মমিনুর রহমান মমিন প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে কনটেন্ট ক্রিয়েটররা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সামাজিক সচেতনতা, শিক্ষা ও বিনোদনমূলক কনটেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে অনুপ্রাণিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে স্মারক ও সনদ প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজনে কনটেন্ট নির্মাণ, অনলাইন নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

