Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই সচিবকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন স্থানীয় জনগন।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
নভেম্বর ৭, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জের সেলিমগড় চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা ও ইউনিয়নবাসির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব (অব:) মোহাম্মদ মশিউর রহমান ও (অব:) সচিব মো. ফরিদুল ইসলামকে মোরেলগঞ্জের কৃতি সন্তান হওয়ায় নাগরিক সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার বিকেলে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের সেলিমগড় ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব (অব:) মোহাম্মদ মশিউর রহমান।
দৈবজ্ঞহাটী সেলিমাবাদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন (অব:) সচিব মো.ফরিদুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, পিরোজপুর মহিলা কলেজের অধ্যাক্ষ মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার,চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সোবাহান শিকদার, অধ্যাক্ষ আব্দুল আলীম, সাংবাদিক খেলাফত হোসেন খসরুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন স্থানীয় পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলিমগড় চিংড়াখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম।