Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক ০২টি অভিযানে বিপুল বিদেশী মদ ও ফেন্সিডিল আটক।

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান(৫৯ বিজিবি) কর্তৃক সোনামসজিদ বিওপি ও শিয়ালমারা বিওপির বিশেষ দল পৃথক ২ টি অভিযানে বিপুল পরিমাণের মাদক আটক করেছে।

বিজিবি মহাপরিচালক মহোদয় এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় (৭ নভেম্বর) শুক্রবার মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি ও শিয়ালমারা বিওপি কর্তৃক ২টি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে রাত আনুমানিক সাড়ে বারো ঘটিকায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের উত্তরে অবস্থিত মোজাম্মেল এর আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ (Officer’s Choice) আটক করতে সক্ষম হয়। এছাড়া অপর অভিযানে রাত আনুমানিক ৩:৫০ ঘটিকায় শিয়ালমারা বিওপি’র আরেকটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৮ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। বর্তমানে আটককৃত মাদকদ্রব্যগুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।