Crime News tv 24
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হায় হুসেইন…..

তাছলিমা আক্তার মুক্তা....
জুলাই ৬, ২০২৫ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঈমানের সৈনিক ইসলামের তরে
জীবন বিলিত একটি প্রাণ ,
প্রাণের প্রণয়ী মুহাম্মদের(সঃ) নাতি
মুসলমানদের সেনাপতি হুসাইন ।

নিজের প্রাণের ভয় ছিলোনা কভু
হাজারো মুমিনের পিপাসিত প্রাণ,
তৃষ্ণাত্ব প্রাণের পিপাসা মেটাতে
জান করিলেন কুরবান ।

ফুরাত নদীতে নেমে গিয়েছিলো
হাজারো শত্রুর ভীড়ে ,
রক্তাক্ত হয়েছিলো ফুরাত নদী
প্রাণ নিয়ে আসতে পারেনি ফিরে।

শত্রুর আক্রমণে তীর ধনুকে
বিসর্জিত হলো দেহ মোবারক,
হায় হুসেইন হায় হুসেইন বলে
মুমিনদের মুখে মুখে কলরব।

বিশ্ব জগতের শ্রেষ্ঠ নেতাদের
হুসেইন (র:) ছিলেন মহারথী ,
ইসলামী পতাকার ছায়াতলে
ছড়িয়েছেন আলোর জ্যোতি।

রক্তাক্ত ফোরাত নদী বহে চলে
কারবালার মরু প্রান্তরে ,
শোকের মাতুম মুছবে না কভু
থাকবে মুমিনদের ঘরে ঘরে ।

তপ্ত বালুচর আজও চিৎকার করে
ওরে মোনাফেক স্বার্থ লোভী ,
শেষ বিচারের দিন বিধাতার কাছে
এমন বেইমানির কি জবাব দিবে।

মা ফাতেমা’রা কলিজার টুকরা
হযরত আলী’র নয়নের মণি ,
প্রিয়ো নবীর আত্মার আত্মীয়
রক্তাক্ত করলে হুসেইনের দেহ খানি।