কুড়িগ্রামের চিলমারীতে ৫০বছর বয়সী ভারসাম্যহীন নারী আমেনা বেগম আত্মহত্যা করেছেন। বুধবার (২২শে অক্টোবর) সকাল ১১টার দিকে, নিজের শোয়ার ঘরের ধরণায় দড়িতে ঝুঁলে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনা ঘটেছে, উপজেলার রমনা ইউনিয়নের ট্রোন গ্রাম এলাকায়। নিহত আমেনা বেগম ঐ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, রমনা মডেল উনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আকা। তিনি বলেন বিষয়টি আমি শুনেছি, নিহত আমেনা বেগম একজন মানসিক ও ভারসাম্যহীন ছিলেন। আরও বলেন, ঘটনাস্থলে পরিদর্শন শেষে প্রকৃত ঘটনা কি হয়ছিল তা জানা যাবে বলে জানান তিনি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, আত্মহত্যাকারী “আমেনা বেগম” দীর্ঘদিন থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে সাংসারের কাজ কাজ শেষ করে, বেলা ১১টার সময় তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পরে ছেলের বউ আরিফা বেগম শ্বাশুড়িকে ডাকেন, তাতে কোন সাড়া-শব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে শ্বাশুড়িকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে ছুটে আসেন সবাই, পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ডিউটিরত অফিসার সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা তিনি।
সবই পাওয়া যায়নি, প্রতিকি ছবি দিয়েন। বড় ভাই।