Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর দুর্নীতির সিন্ডিকেট গ্রাস করেছে পুরো প্রশাসন, বিচারবিভাগ এবং জনমানুষ এর জীবন!

যাকারিয়া মহামুদ;নিজস্ব প্রতিবেদক :-
অক্টোবর ২৩, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী জেলা প্রশাসন কার্যালয় এর ভূমি অধিগ্রহণ শাখায় চলছে রমরমা ঘুষ বাণিজ্য। ঘুষ কমিশনের দর কষাকষি চূড়ান্ত না হওয়া পর্যন্ত অধিকাংশ ভুক্তভুগিকে জিম্মি করা হচ্ছে সিন্ডিকেট এর জালে!
কমিশনের দাবি মেটাতে না পারলে ফাঁসি দেওয়া হচ্ছে ভূয়া মামলায়!
কিছু বিচারক মহলও এর সাথে জড়িত বলে দাবী ভুক্তভুগিদের।

সম্প্রতি “সি.এন.টি.ভি নিউজ ২৪” এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। জানা যায় এক ভুক্তভুগির
কাছ থেকে এক কোটি টাকা ঘুষ নিয়ে গেছে চক্রটি।
এ.এল.এ শাখার দালাল চক্রের অন্যতম ঘুষ কালেক্টর আমির হোসেন এর ব্যাংক হিসাব ব্যবহার করে ৬০ লাখ টাকা চেক এর মাধ্যমে এবং ৪০ লাখ টাকা নগদ মোট এক কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে রাজসাক্ষী সার্ভেয়ার আমির হোসেন ফাঁস করে দিয়েছেন ঘুষ এর পুরো চেইন।
ঘুষ এর টাকার ভাগ ডিসি,এডিসি, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ ঘুষ চক্রের প্রত্যেকেই নিজেদের পদাধিকার বলে নেন।
সার্ভেয়ার আমির হোসেন এর তথ্য মতে এই চিত্র শুধু নরসিংদীতেই নয় পুরো বাংলাদেশ এর। চলমান ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের সাতটি জেলার ডিসি অফিস এই একই চিত্র।
এই সিন্ডিকেট এর নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ফারুক ভুইয়া এবং তার সেকেন্ড ইনকমান্ড সার্ভেয়ার আমির হোসেন যিনি নিজের নামে মিল রেখে এক দালাল আমির হোসেন কে ব্যবহার করে অর্থ লেনদেন করেন।
এই চক্রের শিকার ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিন গাজী কে ৮ কোটি টাকার চেক পেতে ঘুষ দিতে হয়েছে ১ কোটি টাকা। ভুক্তভুগির এক আত্মীয় বলেন জমি অধিগ্রহণের প্রাপ্য অর্ধেক টাকা তুলতে গিয়ে ডাকাতি স্টাইল এর ঘুষ এবং হয়রানি সহ্য করতে না পেরে ঘুম এর মধ্যেই স্ট্রোক করে মারা যান তিনি।
যদিও এই চক্রের সাথে জড়িত সাবেক ডিসি বোদিউল আলম,
সদ্য বিদেই ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী দুজনই এ অভিযোগ এড়িয়ে গেছেন।
রাজসাক্ষী আমির হোসেন এর দাবী
এই দুর্নীতির শিকার কেবল শাহাবুদ্দিন নন এর আগেও এই ভয়াবহ দুর্নীতির ছোবল গ্রাস করেছে বহু মানুষ এর জীবন।

ভুক্তভুগি অনেক মানুষ প্রশ্নবিদ্ধ করছেন নরসিংদী বিচার বিভাগকেও!
অনেকের দাবী মোটা অংকের ঘুষ নিয়ে সমন জারি না করে, আদালত অবমাননার দায় এ সাজা দিতেন পূর্ববর্তী কিছু বিচারক। অনেকে আবার মাদক ব্যবসা এবং চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত বলে দাবী অনেক ভুক্তভুগিদের!
সম্প্রতি চাঁদাবাজ সিন্ডিকেটকে কঠোর হস্তে দমন করতে গিয়ে ভয়ানক হামলার স্বীকার হন বর্তমান এডিশনাল এস.পি. মোহাম্মদ আনোয়ার হোসেন।
নরসিংদীর বিচার বিভাগ, প্রশাসনিক ব্যবস্থা এবং চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকবে পরবর্তী প্রতিবেদন এ।