মাগুরায় শিশুদের শারীরিক, মানসিক, এবং যৌন নির্যাতন, শোষণ, অবহেলা ও ক্ষতিকর প্রথা থেকে রক্ষা করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে শিশু সুরক্ষা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শ্রীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম ও মাগুরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেনের নির্দেশক্রমে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জির সহযোগিতায় উপজেলার ৮ টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক।
এ উপলক্ষে বুধবার ২২ অক্টোবর সকালে সব্দালপুর ইউনিয়ন পরিষদে সর্বশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা: পান্না খাতুন, ইউনিয়ন পরিষদের সচিব অমিও কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার অসীম বিশ্বাস প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা অধিদপ্তরের এমন উদ্যোগের প্রশংসা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পান্না খাতুন বলেন, শিশুদের মাদক ও বাল্য বিবাহ থেকে দূরে রাখতে সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেপ এর এই কার্যক্রম নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আশা করি শিশু সুরক্ষায় এই কমিটির সকলে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করবে।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এই কমিটি গঠন কার্যক্রম একটি সমন্বিত ব্যবস্থা, যেখানে বিভিন্ন স্তরে (যেমন উপজেলা, জেলা এবং কমিউনিটি পর্যায়ে) কমিটি গঠিত হবে, যারা শিশু অধিকার রক্ষা, সুরক্ষা নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা মোকাবিলায় কাজ করবে। এই কমিটির লক্ষ্য হল শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা।