সিলেট বিভাগকে ‘জালালাবাদ প্রদেশ’ ঘোষণা ও বিভাগের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে মৌলভীবাজারে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে এই স্মারকলিপি প্রদান করেন জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, মৌলভীবাজার।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বকসি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌর কমিটির সভাপতি দুরুদ আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সুলতান হোসেন, সহসভাপতি আবুল হাসিব চৌধুরী, এবং প্রদেশ বাস্তবায়ন পরিষদ সিলেটের প্রধান উপদেষ্টা আব্দুল খালিক।
এছাড়াও উপস্থিত ছিলেন আ স ম ছালেহ সোহেল, সভাপতি বাংলাদেশ জাসদ মৌলভীবাজার; খছরু চৌধুরী, হাওর রক্ষা আন্দোলন; পরিমল সিং বারই, সভাপতি প্রদেশ বাস্তবায়ন পরিষদ শ্রীমঙ্গল; নাট্যকার খালেদ চৌধুরী; সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রদেশ বাস্তবায়ন পরিষদ শ্রীমঙ্গল; সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান (কমলগঞ্জ); সাংগঠনিক সম্পাদক কে এস এম আজাদ; আইনজীবী এড. বদরুল হোসেন চৌধুরী মুকুল; মখবুল হোসেন খান; সাংবাদিক নজরুল ইসলাম মুহিব (সাবেক সাধারণ সম্পাদক, পাবলিক লাইব্রেরি মৌলভীবাজার); সাংবাদিক মেরাজ আলী, জাঙ্গীর হোসেন, সৈয়দ কামাল আহমদ বাবু, বীর মুক্তিযোদ্ধা কাজল চৌধুরী (হবিগঞ্জ), সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম সেফুল, রুমানা বেগম (P.F.G. সদস্য), রীতা রাণী দেব (মহিলা সদস্য, কনকপুর ইউনিয়ন), তাজুল ইসলাম, সাংবাদিক হোসাইন আহমদ, আব্দুল ছালাম, আব্দুল্লাহ আল মামুন, মাহবুর রহমান, খিজির মোহাম্মদ জুলফিকার, রাহেল প্রমুখ।
স্মারকলিপিতে বক্তারা বলেন, ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকে সিলেটের পৃথক প্রশাসনিক কাঠামো সময়ের দাবি। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে “জালালাবাদ প্রদেশ” ঘোষণা এখন অনিবার্য হয়ে পড়েছে।