Crime News tv 24
ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে প্লাস্টিক পলিথিন দুষণ প্রতিরোধে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের কর্মশালা।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
অক্টোবর ২২, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দুষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি ও বেলা’র সদস্য এম, এ সবুর রানা, প্রেসক্লাবের সহসভাপতি ও বেলা সদস্য এ, এইচ নান্টু, সাংগঠনিক সম্পাদক ও পরিবেশ যোদ্ধা মো. মেহেদী হাসান। ইয়োথ ফর সুন্দরবন, রামপাল এর সাবেক আহবায়ক এম, আর সিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাগেরহাট জেলা রূপান্তরের সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। ইয়োথ ফর দ্য সুন্দরবনের আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ, সদস্যরা হলেন প্রান্ত বাছাড়, কানিজ ফাতেমা, রনি ও প্রোঞ্জয় মন্ডল প্রমুখ। কর্মশালায় সুন্দরবন কে দুষণমুক্ত করতে এবং প্লাস্টিক পলিথিনের ব্যাবহার কমিয়ে আনার জন্য নানামুখী উদ্যোগ গ্রাহন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে রামপালে ইতিমধ্যে রূপান্তরের মাধ্যমে ইয়োথ ফর দ্যা সুন্দরবনের যুব ও যুবারা কি কি পদক্ষেপ গ্রাহন করেছে এবং এর ফলে কি ধরণের সুফল মিলেছে তার বিবরণ তুলে ধরেন।