ইট ভাটার সিজিন বা মূল কার্যক্রমের শুরুতেই,খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর গুড়িয়ে দিল বাগেরহাটের ইট ভাটা। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে গত কাল ২২ অক্টোবর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ও বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমানের উদ্যোগে,বাগেরহাট জেলা পুলিশ ও
মোল্লাহাট থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বাগেরহাট জেলার মোল্লাহাট থানায় অবস্থিত মেসার্স মানিক ব্রিকস নামক একটি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। উক্ত অভিযানের মাধ্যমে ইট ভাটাটির ক্লিন ভেঙ্গে দেয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৮.১ক ও ৮.৩ঙ ধারা অনুযায়ী অবৈধ স্থানে ইট ভাটাটি পরিচালিত হয়ে আসছিলো।
ইট ভাটাটির চতুর্দিকে ০১ কিলোমিটার দূরত্বের মধ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। ইতোপূর্বে একাধিক বার ইট ভাটার কার্যক্রম বন্ধ করার নোটিশ প্রদান করা হয়েছে বলে সুত্রে জানাগেছে। গত ০৫/০২/২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয় ও মোল্লহাট উপজেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ইটভাটা বন্ধ করা জন্য মূচলেকা নেওয়া হয়।
এছাড়া পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তরের এনফোর্সমেন্ট শাখা কর্তৃক ইটভাটার মালিককে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং উক্ত স্থানে কার্যক্রম না চালানোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন ও নমুনা সংগ্রহকারী বিকাশ বিশ্বাস উপস্থিত ছিলেন। পরিবেশ সূরক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়।