বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত কলেজ ছাত্র আরাফাত হোসেন তুহিন ও নবম শ্রেণির ছাত্র নয়ন খানকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের লিটন শেখ, পার্শবর্তী মোংলা উপজেলার নেভীক্যাম্প এলাকার সাগর শেখ(২৫), মামুন শেখ(৩৭), মিথুন শেখ(৩২), আশরাফুল ইসলাম শান্ত(২০), কেওড়াতলা গ্রামের সাইফুল ইসলাম রায়হান(২০) ও কানাইনগর গ্রামের হাসান মিস্ত্রীকে(২৬) স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে পুলিশ।
এ বিষয়ে থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, মারপিটের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মোংলা উপজেলার ৬ জনসহ মোট ৭ জনকে আটক করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।