Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

৩ দফা দাবি আদায়ে শাজাহানপুরে এমপিও ভুক্ত শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ।

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ-
অক্টোবর ১৬, ২০২৫ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদ ও ৩ দফা দাবি ২০% বাড়িভাড়া, ১৫০০/- টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা আদায়ের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুুপুরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আয়োজনে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম প্রামাণিকের সভাপতিত্বে এবং রানীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দুবলাগাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাশেদ মো. সাজ্জাদুর রহমান, জাতীয়করণ প্রত্যাশী জোটের সমন্বয়কারী আবিদুল ইসলাম, সচেতন শিক্ষক সমাজ বগুড়া’র সদস্য সচিব সাজেদুর রহমান সবুজ, শিক্ষক নেতা মেজবাউল আলম, সহকারি অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সহকারি অধ্যাপক মাসুদুর রহমান, প্রভাষক শামীম আহমেদ, প্রধান শিক্ষক সাদেকুর
রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন,
খালেদ মাহমুদ রুবেল, আইয়ুব হোসেন, আতিকুর রহমান, খায়রুল ইসলাম, আনোয়ার
হোসেন প্রমুখ। শিক্ষক সমাবেশে সংহতি প্রকাশ করেন বক্তব্য রাখেন
সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আবু বকর ও মাঝিড়া
মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসা। এর আগে গত মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ আবু জাফর আলী ও প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামানের নেতৃত্বে উপজেলার রাণীরহাট বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।