বাংলাদেশ রেলওয়ে সমবায় ঋনদান সমিতি (সীমিত) সিআরবি চট্টগ্রাম নির্বাচনী এলাকা -৮ (রাজশাহী,পাকশী, লালমনিরহাট) এলাকায় পরিচালক পদে মোঃ আবুল কাসেম মাছ প্রতিক নিয়ে ৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সারাদিন বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের মধ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৪ জন প্রার্থী পরিচালক পদে প্রতিদন্ডিতা করেন।
তার মধ্যে সাইদুর রহমান পেয়েছে ৩৫৫ ভোট,ফরহাদ হোসেন পেয়েছে -৩ ভোট এবং ফরিদুল ইসলাম পেয়েছে ৮৩ ভোট। বুধবার সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬ টি কেন্দ্রে সুষ্ঠু ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১৪১১ ভোটারের মধ্যে ৮৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় ৬ টি ভোট বাতিল হয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে জানাগেছে। একই সঙ্গে ৬ টা কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
কেন্দ্র গুলো হচ্ছে ১, ডিআরএম (লালমনিরহাট) ভোটার সংখ্যা-৩০৩। ২, সিই এক্স কেলোকা পার্বতীপুর ভোটার সংখ্যা -৪৮৪। ৩, এইএন (বগুড়া) ভোটার সংখ্যা -১১২। ৪, সিপিও (রাজশাহী) পশ্চিম ভোটার সংখ্যা -১১৯ । ৫, ডিআরএম (পাকশী) ভোটার সংখ্যা ৩৩০। ৬, এসএস (খুলনা) ভোটার সংখ্যা -১৬৩। আনুপাতিক হারে খুলনায় বেশি ভোট পেয়ে আবুল কাসেম বিজয়ী হওয়ার জন্য আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেন নেতৃবৃন্দ।
খুলনা ভোট কেন্দ্রে রেলওয়ে কর্মকর্তা ও খুলনা রেলওয়ে সকল কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু জাফর.রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সমন্বয়ক শ্রমিক নেতা মোঃ সোহেল হাওলাদার, রেল শ্রমিক দল যশোর শাখার সভাপতি নুর ইসলাম,
শ্রমিক দল খুলনা শাখার নুরুল হক,
কুদরত আলী, ইমরান, আতিয়ার,মাসুম.শামীমসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সোহেল হাওলাদারের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সার্বিক বিষয় নব নিবাচিত পরিচালক আবুল কাসেম সকল ভোটার, কর্মী সমার্থক এবং নির্বাচনে দায়িত্বে থাকা সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রতিদন্ডি প্রার্থী সাইদুর, ফরহাদ ও ফরিদুলকে পাশে রেখে সকল কাজ মিলে মিশে করার ঘোষণা দেন।
অন্য দিকে পরিচালক পদে বিজয়ী মোঃ আবুল কাসেমকে অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস। তিনি বলেন,এভাবে জিয়া আদর্শের সকল সৈনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিবে এটাই প্রত্যাশা করি।