এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মান জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখা,পাঁচবিবি, জয়পুরহাট-এর উদ্যোগে এক তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং তাদেরকে ভবিষ্যতে নৈতিকতা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রেরণা দেওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রাফিউল ইসলাম ও সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ রেজুয়ান হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ তারেক হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। শুধু জিপিএ-৫ অর্জনই যথেষ্ট নয়,বরং তোমাদের হতে হবে আদর্শবান, নৈতিকতায় উজ্জ্বল,দেশ ও ইসলামপ্রেমিক নাগরিক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর ছাত্রশিবির সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন
ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার অফিস সম্পাদক মোঃ তারেক ইসলাম,জেলা অর্থ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম,পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত,পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ সোহরাব হোসেন,পশ্চিম শাখার সেক্রেটারি মোঃ হাসিব আহমেদ,পূর্ব শাখার সেক্রেটারি মোঃ মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন,এই সাফল্য যেন শিক্ষার্থীদের জীবনে আরও বড় অর্জনের প্রেরণা হয়ে ওঠে। তারা আশা প্রকাশ করেন, এসব মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব, সমাজ সংস্কার ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক আয়োজনের জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।