বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র বিনির্মানের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে মাগুরায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফা লিফলেট তুলে দেন।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামীর রাষ্ট্র কাঠামো তুলে ধরা হয়েছে। আমরা এই কর্মসূচি নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করছি। আগামীতে এই ৩১ দফার ভিত্তিতেই আমরা জনগণের ভোট প্রার্থনা করবো।”
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। এসময়
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে। মাগুরা জেলাজুড়ে এই লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা নতুন উদ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন।