Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় রাষ্ট্র বিনির্মানে জেলা বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ।

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:-
অক্টোবর ১৬, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র বিনির্মানের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে মাগুরায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফা লিফলেট তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন,”বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফার মাধ্যমে আগামীর রাষ্ট্র কাঠামো তুলে ধরা হয়েছে। আমরা এই কর্মসূচি নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করছি। আগামীতে এই ৩১ দফার ভিত্তিতেই আমরা জনগণের ভোট প্রার্থনা করবো।”

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। এসময়
বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে। মাগুরা জেলাজুড়ে এই লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা নতুন উদ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছেন।