Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার।

মোল্লা জাহাঙ্গীর আলম/ ভ্রাম্যমাণ প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনা নগরীর মোস্তফা মোড় রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে আছে। এমন সংবাদে গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে স্থানীয়রা আরংঘাটা থানা পুলিশকে খবর দেন।

আরংঘাটা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেন এবং পরিচয় সনাক্ত করার চেষ্টা করেন।

পুলিশ সুত্রে জানা যায়, ঘটনাস্থলে সি আই ডি ও পি বি আই পুলিশ উপস্থিত হয়ে অজ্ঞাত মৃত ব্যক্তির লাশের পরিচয় সনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট নেন।

এছাড়াও জানা যায়, উক্ত মৃত ব্যক্তির সন্ধান চেয়ে গত ০৭/০৯/২৫ তারিখে তাহার পরিবার একটি নিখোঁজ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

নিখোঁজ বিজ্ঞপ্তিতে বলা হয় মৃত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। মৃত ব্যক্তির নাম মো. মেহরাব হাসান (২১)পিতা. মশিয়ার রহমান -গ্রাম কাসতা,থানা কেশবপুর, জেলা যশোর।

মৃত ব্যক্তির আপন ছোট ভাই মো. নাহিদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির লাশ সনাক্ত করেন।

থানা পুলিশ ও সি আই ডি ও পি বি আই পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ সংক্রান্তের আরংঘাটা থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।