Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

রাজশাহী প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী তানোরে একাধিক মাদক, ছিনতাই ও দস্যুতা মামলার আসামি দেলোয়ার ও তার ২ সহযোগীকে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার। সোমবার(৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর তানোর সমাসপুর এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় ছিনতাই-চাঁদাবাজি এবং অবৈধ ভাবে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল সোমবার রাতে অভিযান পরিচালনা করে ৩ জন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ১নং আসামির বসতবাড়ী তল্লাশি করে ১০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন,তানোর সমাসপুর গ্রামের মোঃ গোলাপ হোসেনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৮), মৃত দবিরের ছেলে মোঃ মাসুদ রানা পালু (৩৫), ও মৃতঃকংগ্রেসের ছেলে শ্রী চন্দন (২১)।
এই সময় তাদের কাছ থেকে মোবাইল ৩টি,সীম ৩টি জব্দ করা হয়।

র‍্যাব জানায়,আসামিরা এলাকায় সংঘবদ্ধ ভাবে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই-চাঁদাবাজি চালিয়ে আসছে বলে তথ্য পাওয়া যায়। এছাড়াও তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে তারা হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।১ নং আসামি দেলোয়ারের নামে মাদক, ছিনতাই-চাদাবাজি আইনে মোট ৫টি মামলা চলমান। উল্লেখ্য যে, সে কিছুদিন আগেও র‍্যাবের হাতে একটি মামলায় গ্রেফতার হয়।
উক্ত আসামিগনদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।