রাজশাহীর দুর্গাপুরে আবারো প্রকাশ পেল সন্ত্রাসীদের চরম বর্বরতা। গত ২৯ আগস্ট দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিএন পি পরিচয় দান কারি চিহ্নিত কিছু সন্ত্রাসীর নির্মম হামলার শিকার হন স্থানীয় তরুণ সাংবাদিক রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্য আলামিন হক বিজয়।
স্থানীয়রা জানান ২৯ আগস্ট সন্ত্রাসীরা আলামিন কে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানোর সময় দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়ের আহমেদ সহ বিএনপির নেতা কর্মীরা ও আহত হন এ সময়।
জানাগেছে সন্ত্রাসীরা হামলার সময় লাঠি-রড হাতুড়ি ব্যবহার করে গুরুতর জখম করেন বিজয় ও বিএনপির সদস্য সচিব জুবায়ের আহমেদ কে। হামলার ঘটনার পরে স্থানিয় বিএনপির নেতা কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিক আলামিন ও বিএনপির সদস্য সচিব জুবায়ের আহমেদ কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এই অতর্কিত হামলাকে রাজশাহী মডেল প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে মনে করছেন। তারা মনে করছেন এই হামলার মাধ্যমে একজন পরিচ্ছন্ন বিএনপি নেতা ও সাংবাদিক নয়, পুরো গণমাধ্যম ও বিএনপির পরিচ্ছন্ন নেতা কর্মীদেরকে আতংকিত করার চেষ্টা করা হয়েছে। এমন নৃশংস হামলার ঘটনা নিয়ে বিএনপির নেতা কর্মীরা থানায় লিখিত অভিযোগ না দিলেও ৮ সেপ্টেম্বর আহত সাংবাদিক বিজয় বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৯ জনকে আসামি করে মোট ১৭ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে দুর্গাপুর থানায় ফোন করলে দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ জানান ২৯ আগস্টের ঘটনা নিয়ে সাংবাদিক আলামিন গত ৮ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন সেটি আমলে নিয়ে আসামিদের আটকের চেষ্টা চলছে। রাজশাহী মডেল প্রেসক্লাব জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সেন্ট্রাল প্রেসক্লাব ও মাদকবিরোধী সংগঠন ২১-এর ব্যানারে শতাধিক সাংবাদিক এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন।
এছাড়া ও দেশ জুড়ে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা, হামলা, গুম ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সাংবাদিকরা সন্ত্রাসী কার্যক্রম দমন ও নিরাপদ সাংবাদিকতার দাবিতে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন। রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মানব বন্ধন থেকে কঠোর হুশিয়ারি দেন হামলা কারি ও বিতর্কিত রাজনৈতিক নেতা কর্মীদের। তিনি রাজনৈতিক দল বদল করে মনোনয়ন প্রত্যাশী হাইব্রিড উন্নয়ন দেখানো সম্ভাবনা ময় দলের হয়ে বিতর্কের জন্ম দেওয়া নেতা দের হুশিয়ারি দেন। ভবিষ্যতে তাদের মুখোশ খুলে দেওয়ার কথাও বলেন তিনি।
রাজশাহী মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আনন্দ টেলিভিশন এর মোমিন ওয়াহিদ হিরো বলেন, আমরা প্রশাসনের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করি সেখানে চক্রান্ত কারিরা বিতর্কিত কর্মের জন্ম দিচ্ছেন সাংবাদিকদের উপর মিথ্যে মামলা হামলা করে। এমন কান্ডের নিন্দা জ্ঞাপন করি।
এ ছাড়াও মানব বন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহীর সভাপতি আসাদুজ্জামান আসাদ,সহ অনান্যরা।