হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উচ্চ শিক্ষা অর্জন গমন উদ্দেশ্যে ইউরোপের দেশ হাঙ্গেরি গমন উপলক্ষে আশরাকুল আলম (ছালিন)
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট এর শিক্ষক আরিফুল ইসলাম (সবুজ)
সৌদি আরব প্রবাস থেকে নিজ দেশে প্রত্যাবর্তন করায় জসীম উদ্দিন (বিল্লাহ) সহ তিন জনকে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং গাজীপুর ইউনিয়ন শাখা। আজ সকালে জারুলিয়া বাজার নিজ কার্যালয়ে সভাপতি মো:নুরুল ইসলাম (সাজল) এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো: মিজানুর রহমানের সঞ্চালনায় ,চুনারুঘাট উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং গাজীপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত , সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট এর শিক্ষক, আরিফুল ইসলাম (সবুজ), উচ্চ শিক্ষার উদ্দেশ্য হাঙ্গেরি গমন কারী,আশরাকুল আলম (ছালিন) দেশে প্রত্যাবর্তন কারী,জসীম উদ্দিন (বিল্লাহ) আরো বক্তব্য রাখেন,আব্দুল মালেক ইয়াকুত, শেখ আব্দুল ওয়াহিদ ,আব্দুল খালেক শাহিন, সহ অনেকেই , আজকে অতিথি হিসেবে বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে জনাব সিরাজুল ইসলাম (কাজল) বক্তব্য প্রধান কালে বলেন, আজকের এই বিশেষ দিনে অনুভব করছি এক ধরনের মিশ্র অনুভূতি—আনন্দও আছে, আবার গভীর বিষাদও।আনন্দ এই কারণে,তোমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছ। কিন্তু বিষাদের কারণ হলো, আমরা হারাতে যাচ্ছি একজন সংগঠনের একনিষ্ঠ কর্মীদের, জ্ঞানী ও মেধাবী মানুষকে।তোমরা যখন আমাদের মাঝে ছিলে শুধু দায়িত্ব পালন করনি—আমাদের প্রত্যেককে কিছু না,কিছু শিখিয়েছ। আজ জারুলিয়া বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্হানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান সমাপ্তি হয়।